হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ড

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে এতথ্য জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের হাসপাতালটির প্রধান ভবনের পূর্ব পাশে অবস্থিত টিনশেড গোডাউনে রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ৮টা ৭ মিনিটে স্টেশন থেকে বের হই। পাঁচ মিনিট পর ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কিন্তু রাত ৯টা ৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে গুদামে থাকা থিনার, পিভিসি পাইপ পুড়ে গেছে। যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। আগুন দ্রুত সময়ে নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে আরও ৩০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।’

আলম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭