Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ড

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরায় মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরায় শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে এতথ্য জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের হাসপাতালটির প্রধান ভবনের পূর্ব পাশে অবস্থিত টিনশেড গোডাউনে রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ৮টা ৭ মিনিটে স্টেশন থেকে বের হই। পাঁচ মিনিট পর ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কিন্তু রাত ৯টা ৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে গুদামে থাকা থিনার, পিভিসি পাইপ পুড়ে গেছে। যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। আগুন দ্রুত সময়ে নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে আরও ৩০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।’

আলম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার