Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার 

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দুর্ঘটনাস্থলের কাছেই নদীতে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন জেলার সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ (৫৫) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে। 

এদিকে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে তালতলা বাজার জামে মসজিদ মাঠে জানাজা হয় হারুন অর রশিদের। এরপর গোড়াপীপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। 

লাশ বাড়িতে আনার পর হারুন অর রশিদের স্বজনদের ভিড়উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে তাঁর বাড়িতে গেলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এ সময় হারুন অর রশিদের স্বজনেরা বলেন, প্রতিনিয়তই বাল্কহেডের কারণে মুন্সিগঞ্জসহ অনেক স্থানে অকালে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। এরপরও বাল্কহেড অবাধে চলাচল বন্ধ করতে পারছে না প্রশাসন। এ দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। 

সদরের চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, ভোরে ডুবে যাওয়া ট্রলারের অল্প দূরেই নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেন। পরে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। 

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলসংলগ্ন পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী নিয়ে পারাপারের ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর অধিকাংশরাই সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে ফাইজা আক্তার (৬) ও শিফা (১৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন দুজন। এদিকে ঘটনার পরদিন নদীর ৩০ ফুট নিচ থেকে ট্রলার উদ্ধার হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয় বাল্কহেড, আটক করা হয়েছে তিনজনকে।

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার