Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিকল ট্রলারে ৫ দিন সাগরে, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ১২ জেলে

নিজস্ব প্রতিবেদক

বিকল ট্রলারে ৫ দিন সাগরে, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ১২ জেলে
উদ্ধার হওয়া ১২ জেলে। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। ৫ দিন সাগরে ভেসে থাকার পর গতকাল সোমবার তাঁদের উদ্ধার করা হয়।

মাছ ধরতে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন ১২ জেলে। গত ১৭ মার্চ চট্টগ্রামের বাঁশখালী থেকে রওনা দেন তাঁরা। পরদিন রাতেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় তাঁদের। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। এভাবে ৫ দিন সাগরে কেটে যাওয়ার পর গত ২৩ মার্চ মোবাইল নেটওয়ার্ক সংযোগ পেয়েই ৯৯৯ নম্বরে কল দেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ড।

ট্রলারে থাকা মো. হাসান নামে এক জেলে জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়েছিলেন। কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। জেলে হাসান ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এএসআই লোকমান হোসেন ও এএসআই সিরাজুল ইসলাম।

সাগরে ট্রলারটির সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হয়। অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে গতকাল ২৪ মার্চ সকালে ১২ জন জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

সাভারে নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শনে আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

যমুনা সেতুতে ৭ দিনে আড়াই লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৭ কোটি টাকা

লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ডিএনসিসির ঈদ আনন্দমিছিল ও জামাত অনুষ্ঠিত

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

গণ-অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম