হোম > সারা দেশ > ঢাকা

৩ মাসের চিকিৎসায়ও বাঁচানো গেল না মাথায় গুলিবিদ্ধ আব্দুল্লাহকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের দিন গত ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন আবদুল্লাহ। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থেকে অবশেষ প্রাণ হারালেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা আব্দুল জব্বার। তিনি আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আব্দুল্লাহ মারা গেছেন। আবদুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।

পরিবার জানায়, গত ৫ আগস্ট তাঁতীবাজার এলাকায় গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, তাতে এখন পর্যন্ত এক হাজার ৪২৩ জন শহীদ হয়েছেন বলে তালিকা পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া এই আন্দোলনে প্রায় ২২ হাজার আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তবে এই সংখ্যাও এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যসচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন