নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ রকিবুল হাসান (১৭) নামের এক কিশোরের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকার বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মো. সালেকুজ্জামানসহ পুলিশ সদস্যরা এই মরদেহ উদ্ধার করে।
নিহত মোহাম্মদ রকিবুল হাসান বরগুনা জেলার খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বোনের সঙ্গে থাকত রকিবুল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের ভেতরে থাকা একটি বাঁশের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে রকিবুল। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রকিবুল হাসানের বড় বোন শারমিন জানান, তাঁর ছোট ভাই ইজিবাইকের চালক ছিল। কয়েক মাস আগে ইজিবাইক চালানোর সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ডান পা ভেঙে যায়। আর্থিকভাবে সচ্ছল না থাকায় চিকিৎসা করাতে ব্যর্থ হয় পরিবার। অসুস্থতাসহ বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিল রকিবুল।