Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। 

শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাট এলাকায় যানবাহনে আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, কুয়াশায় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। তবে যানবাহনের বেশি চাপ না থাকায় ঘাট এলাকায় জট সৃষ্টি হয়নি।

এবারের শীত মৌসুমের শুরু থেকে ঘন কুয়াশার কারণে কখনো কখনো ফেরি চলাচল বন্ধ থাকছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। কখনো মধ্য রাত, কখনো ভোর রাত থেকে বন্ধ থাকছে এই ফেরি চলাচল।

সকাল ৮টার দিকে ফেরিঘাটে কথা হয় যশোর থেকে আসা ট্রাক চালক সবুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোর থেকে ফেরি ছাড়ার অপেক্ষায় আছি। ঘাটে আসার পরপরই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চললে এতক্ষণে ঢাকায় পৌঁছে যেতাম।

রাবেয়া পরিবহনের যাত্রী শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট শীত মৌসুমে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়াশায় কখন ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে সেটা কেউ জানেন না।

আরেক যাত্রী কুলসুম বেগম এ সময় বলেন, সকাল থেকে ঘাটে আটকে আছি। ঘাট এলাকায় প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাস বইছে। তীব্র শীতে অনেক কষ্ট হচ্ছে। 



অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন