Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুর পল্লবীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম মো. জুবায়ের (৮)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। 

শিশুটিকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলায়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান এসব তথ্য জানান। 

মোখলেসুর রহমান বলেন, শিশু জুবায়ের বাবা সেলিম মিয়ার সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশন পলাশ নগর এলাকায় থাকত। বেশ কিছুদিন আগে জুবায়েরের মা জুবেদা বেগমের সঙ্গে সেলিমের তালাক হয়। এরপর থেকে জুবায়ের বাবার সঙ্গেই থাকত। বুধবার রাতে কোনো কারণে উত্তেজিত হয়ে সেলিম তার ৮ বছরের শিশুকে মারধর করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের চাপের মুখে শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জুবায়ের। 

মোখলেসুর রহমান আরও বলেন, শিশুর শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। শিশুটিকে পিটিয়ে হত্যার ঘটনায় শিশুটির বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানে একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির তল্লাশি

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত