Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে বিএনপি নেতা–কর্মীদের হামলায় ছাত্রদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে বিএনপি নেতা–কর্মীদের হামলায় ছাত্রদল নেতার মৃত্যু
পাভেল মিয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাভেল মিয়া (৩০) নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিএনপির এক নেতা ও তাঁর অনুসারীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, কথা-কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের উত্তেজনা চলছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে।

এ সময় বায়েজিদ ও তাঁর লোকজন পৌরসভার সামনে গিয়ে আমিনুল ও তাঁর অনুসারীদের খুঁজতে শুরু করেন। সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। তাঁকে আমিনুলের অনুসারী মনে করে মারধর করেন বায়েজিদের অনুসারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে পাভেল মারা যান।

এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজিদ ও তাঁর অনুসারীদের তিনটি ঘরে আগুন দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহতের বড় ভাই শাহিন বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজিদ কারও কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।’

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ