Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় একই স্থানে সাদা দল ও ছাত্রলীগ নেতার কর্মসূচি 

ঢাবি প্রতিনিধি

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় একই স্থানে সাদা দল ও ছাত্রলীগ নেতার কর্মসূচি 

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩,১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।

নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ১০ ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মৌন অবস্থান কর্মসূচি করে সাদা দল।

সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘সভা সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার। আমরা আশা রাখবো সরকার সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে। কর্মসূচি পালন করতে পারবে।’

অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এর আগে সকালে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে নিহত-আহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।

সৈকত বলেন, ‘প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি-জামাতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১