হোম > সারা দেশ > ঢাকা

কপিরাইট আইনে কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের শাফিনের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ। মামলায় আসামি করা হয়েছে কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবীকে। 

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন। তিনি আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। পরে বিচারক মো. আছাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ নভেম্বর তাঁদের আদালতে হাজির হতে সমন জারি করেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল। তিনি বলেন, ‘অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন আহমেদ কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন।’ 

মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন—ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন। 

উল্লেখ্য, শাফিন আহমেদ জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। তিনি মাইলস ব্যান্ডের বাইরে এককভাবে ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এ ছাড়াও বেশ কিছু একক এবং মিক্সড অ্যালবামে গান রয়েছে। শাফিন আহমেদের মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশ গুপ্ত।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন