পুরান ঢাকার আজিমপুর ছাপড়া মসজিদ ও সরকারি কলোনির আশপাশে পরিদর্শনে আসছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ কারণে মসজিদ ও কলোনির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
কলোনির বাসিন্দারা জানান, মসজিদের সামনে এবং কলোনির দক্ষিণ পাশে প্রতিদিন শতাধিক দোকান বসানো হয়। এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। মাছ, মাংস, সবজি, ফলমূল থেকে শুরু করে সব ধরনের দোকানই এখানে বসানোর অনুমোদন দেওয়া হয়েছে অবৈধভাবে।
নাম প্রকাশ না করার শর্তে কলোনির একজন বাসিন্দা জানান, এখানকার দোকানিরা সবাই সিন্ডিকেট ব্যবসা করেন। একটি পণ্য প্রতিটি দোকানে একই দাম হাঁকান, যা বাজারমূল্যের থেকে ৫-১০ টাকা কেজি প্রতি বেশি।