মির্জাপুরে ট্রাকচাপায় লামিম (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিম উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলী হোসেন ইদ্রিসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদরের বাওয়ার রোডের একটি মাদ্রাসার ছাত্র লামিম। করোনার কারণে মাদ্রাসা ছুটি হলে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের ওই স্থানে পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।