হোম > সারা দেশ > ঢাকা

আগুন যেন দ্রুত নেভে, এই কামনায় তিন ঘণ্টা ধরে যুবকের মোনাজাত 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন যেন দ্রুত নিভে যায়—এই কামনায় আল্লাহর কাছে সেজদা শেষে দুই হাত তুলে মোনাজাত করছেন এক যুবক। 

আজ শনিবার সকালে আগুনে জ্বলতে থাকা নিউ সুপার মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা গেছে তাকে। 

তীব্র গরম উপেক্ষা করে তিন ঘণ্টার বেশি সময় ধরে দুই হাত তুলে মোনাজাত করতে দেখা গেছে তাকে। 

কথা বলে জানা যায়, ওই যুবকের নাম মো. তানভীর চৌধুরী ৷ নিউ মার্কেটের রাস্তার বিপরীত গাউছিয়া মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। আগুনের খবর পেয়ে সকাল ৭টায় তিনি নিউ মার্কেট এলাকায় আসেন। 

তানভীর বলেন, ‘আগুন নেভাতে সবাই চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমারও কিছু করা দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আগুনটা নিয়ন্ত্রণ করে দেয়।’ 

তানভীর বলেন, ‘ব্যবসায়ীদের দিয়েই আমরা। তাদের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি। আমরা তাদের চাকরি করি।’

শনিবার ভোর ৫টার দিলে লাগা আগুন তিন ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি