রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন যেন দ্রুত নিভে যায়—এই কামনায় আল্লাহর কাছে সেজদা শেষে দুই হাত তুলে মোনাজাত করছেন এক যুবক।
আজ শনিবার সকালে আগুনে জ্বলতে থাকা নিউ সুপার মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা গেছে তাকে।
কথা বলে জানা যায়, ওই যুবকের নাম মো. তানভীর চৌধুরী ৷ নিউ মার্কেটের রাস্তার বিপরীত গাউছিয়া মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। আগুনের খবর পেয়ে সকাল ৭টায় তিনি নিউ মার্কেট এলাকায় আসেন।
তানভীর বলেন, ‘ব্যবসায়ীদের দিয়েই আমরা। তাদের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি। আমরা তাদের চাকরি করি।’
আরও পড়ুন: