হোম > সারা দেশ > ঢাকা

ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি এমএসএফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উড়ানের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুর শাহজাহান রোডের একটি বাড়ির নয়তলা থেকে পড়ে প্রীতি উড়ান নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু ঘটে। প্রীতির বাবা, মিতিংগা চা বাগানের শ্রমিক লোকেশ উরান বাদী হয়ে সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩০৪-ক ধারায় অবহেলাজনিত কাজের দ্বারা মৃত্যু ঘটানোর অপরাধের অভিযোগ আনা হয়েছে। ছয় মাস আগেও সাত বছরের এক শিশু গৃহকর্মী এ বাসা থেকে লাফ দিয়েছিল। রক্তাক্ত জখম হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় ফেরদৌসি নামের গৃহকর্মী শিশুটি। 

এতে আরও বলা হয়, এ ধরনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহির অভাবে এগুলো ঘটে চলেছে। এমএসএফ প্রীতির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য