হোম > সারা দেশ > গাজীপুর

‘আমাগো পেট আছে, খাওয়া লাগবে’

নুরুল আমিন হাসান, উত্তরা

আমাগো পেট আছে, খাওয়া লাগবো। উপোস তো থাকতে পারব না। মা ও ছোট দুই বোন নিয়া থাকতে হয়। নিজে না খেয়ে থাকলেও তো তাঁদেরকে না খাইয়ে রাখা যাবে না। তাই গাড়ি নিয়া বের হইছি। ঈদুল আজহার পর সরকার ঘোষিত সর্বাত্মক কঠোরতম লকডাউনের নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল শুক্রবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে এভাবেই বলছিলেন মরকুনের অটোরিকশা চালক দীন ইসলাম।

তিনি বলেন, যাত্রী নিয়ে আসছি। যাত্রীদের ব্রিজের গোড়ায় নামাইয়া দিছি। পরে স্যারেরা (পুলিশ) আমাকে আটক করছে।

সরেজমিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুরে দেখা যায়, লকডাউন অমান্য করে অটো রিকশা ও ইজিবাইক নিয়ে মহাসড়কে বের অভিযোগে উত্তরার আবদুল্লাহপুরে বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাজা স্বরূপ কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।

এ সময় টঙ্গীর এরশাদ নগরের ইজিবাইক চালক কুরবান আলী আজকের পত্রিকাকে বলেন, আধা ঘণ্টা আগে পুলিশের হাতে ধরা খাইছি। আমি তো জানি না, অটোরিকশা নিষেধ। তাই গাড়ি নিয়ে বের হইছি।

গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকার মিশুক চালক ইকবাল ইসলামের গাড়িও আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে আকুতি মিনতি করে পুলিশকে বলেন, স্যার আমার ভুল হইয়া গেছে। স্যার এবারের মত মাফ করে দেন। আর জীবনেও আসব না।

উত্তরার কামড়পাড়ার ইজিবাইক চালক কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আপনারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। আপনারা কী করে বুঝবেন আমাদের দুঃখ কষ্ট। গাড়ির চাকা ঘুরিয়েই আমাদের সংসার চলে। গাড়ির চাকা ঘুরলে বউ বাচ্চা নিয়ে খেতে পাই। আর না ঘুরলে তাদের নিয়ে না খেয়েই থাকতে হয়।

এদিকে আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেসব ইঞ্জিল চালিত রিকশা বের হয়েছে, সেগুলো কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। যেন তারা দ্বিতীয়বার বের না হয়।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা