মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই একসঙ্গে দেশের জন্য রক্ত ঝরিয়েছি। এখানে কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মুসলিম পার্থক্য নেই। আমরা সবাই একসঙ্গে চলব, একসঙ্গে থাকব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ’ স্লোগানে এবারের দ্বিবার্ষিক সম্মেলন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশ সবার, সব ধর্মের মানুষের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গায় চলে এসেছি। যত দিন এ দেশে সূর্য উঠবে, তত দিন সম্প্রীতি থাকবে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য সম্মেলনে আসতে পারেনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাদের ভাই শারীরিকভাবে খুবই অসুস্থ। এ জন্য তিনি সম্মেলনে আসতে পারেননি। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী কুমার দোরাইস্বামী বলেছেন, ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের মানুষের সমান অধিকার বাংলাদেশ ও ভারতকে পৃথিবীর সব দেশ থেকে অনন্য করে তুলেছে। এ ছাড়া সব ধর্মের মানুষ বাংলাদেশের লাল-সবুজ পতাকার তলে ঐক্যবদ্ধ।
পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। এবারের সম্মেলনে সারা দেশ থেকে হিন্দু মহাজোটের নেতাকর্মীরা দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
লালবাগ জোনের ডিসি জসীম উদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে ঢাকেশ্বরী মন্দিরের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।