ঘিওরে প্রতিবেশীর বিরুদ্ধে কৃষকের আলু খেতে বিষ দেওয়ার অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০: ১৯
নিজ আলুখেতে ভুক্তভোগী কৃষক আজাদ । ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে আগাছা দমন স্প্রে (বিষ) দিয়ে কৃষকের আলুখেত নষ্টের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের শোধঘাটা গ্রামের কৃষক মো. আজাদ মিয়ার খেতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে খেতেটিতে গিয়ে দেখা গেছে, রোপণ করা অপরিপক্ব আলুগাছ ঝলসে গেছে।

ভুক্তভোগী কৃষক আজাদ বলেন, ‘২০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। সেই চারা পুষ্টতা পেয়ে আলু ধরার আগমুহূর্তে এমন ঘটনা ঘটেছে। প্রতিবেশী খোরশেদ আলম খুশী শত্রুতার জেরে আমার খেতে বিষাক্ত আগাছা দমননাশক স্প্রে করেন। এতে কমপক্ষে ২-৩ শতাংশ জমির আলুগাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।’

ভুক্তভোগী কৃষকের অভিযোগের বিষয়ে খোরশেদ আলম খুশী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শত্রুতা করে করা হয়নি। আমি ঢাকায় ছিলাম। আমার লেবার পাশের ভুট্টাখেতে আগাছা দমন স্প্রে করেছে। বিষয়টি আমি জানার পর ওই কৃষককে ক্ষতিপূরণ দেব বলে জানিয়েছি।’

ঘিওর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পাশের জমির মালিক ভুট্টাখেতে বিষ প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়ে গেছে, বলে ধারণা করা হচ্ছে।’

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ‘কৃষক আজাদ আমার বাড়িতে এসেছিলেন। আমি উপসহকারী কর্মকর্তাকে জমিতে পাঠিয়েছিলাম। তিনি এসে বলেছেন, আলুখেত নষ্ট হয়েছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

জাবি ছাত্রদলের কমিটিতে ‘ত্যাগী’ ও ‘নির্যাতিতদের’ পদ দেওয়ার দাবি

আড়াইহাজারে মধ্যরাতে গণপিটুনিতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নিহত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: তেজগাঁও ছাত্রলীগের নেতা গ্রেপ্তার