হোম > সারা দেশ > ঢাকা

সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ির সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম কবির হোসেন (৪০)। এ নিয়ে এই ঘটনায় পাঁচজন মারা গেল। 

গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। 

এসএম আইউব বলেন, মৃত কবিরের শরীরের ৮৫ শতাংশই দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর। 

মৃত কবির হোসেনের ভাতিজা আফজাল গাজি জানান, কবির হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর উপজেলায়। বাবার নাম খলিল দেওয়ান। বর্তমানে স্ত্রী জোসনা বেগম, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় থাকত কবির। পেশায় রং মিস্ত্রি ছিল সে। 

এর আগে গত মঙ্গলবার ভোর ৬টার দিকে রিপন মিয়া ও রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম মারা যায়। আর সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় আবুল কালাম। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এ ছাড়া গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যায় বিশ্বনাথ (৬০)। 

উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। আর ভর্তিরত বাকি পাঁচজনই মারা গেল। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়