Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে চিত্রনায়িকাকে অপহরণের চেষ্টা, উবারচালক আটক

অনলাইন ডেস্ক

হাতিরঝিলে চিত্রনায়িকাকে অপহরণের চেষ্টা, উবারচালক আটক
চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের চেষ্টার অভিযোগে উবারচালককে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মাদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি ঢাকার হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপস উবারে ওই চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন বলে জানিয়েছিলেন তিনি। সেই ঘটনায় গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে রামপুরা থানায় একটি মামলা করেন। আজ রোববার সকালে সেই গাড়িচালককে আটক করে রামপুরা থানা-পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত বুধবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার-চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক।

এ প্রসঙ্গে নিঝুম রুবিনা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, “আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।” মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, “আমাকে এখানেই নামিয়ে দেন।” তখন সে আমাকে বলল, “চুপ থাক। কোনো কথা বলবি না।” তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

রায়পুরায় নাগরিক তথ্য পাচারের অভিযোগে ২ কর্মচারী আটক

ছাত্রদল-বৈষম্যবিরোধী সংঘর্ষ পলিটেকনিকে

নোয়াবের ৩ দিন ঈদ ছুটি ঘোষণায় ডিআরইউর প্রতিবাদ

সেনাসদস্য পরিচয়ে এক ব্যক্তি বাড়ি ভাড়া করে দেন আরসা নেতা আতাউল্লাহকে

লাঙ্গলবন্দ স্নান উৎসব: জেলা প্রশাসকের প্রস্তুতি সভায় দুই পক্ষের হাতাহাতি

মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসাপ্রধান আতাউল্লাহ

ধর্ষণের অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

ঈদে রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় যে ১৪ নির্দেশনা দিল ডিএমপি

নাট্যব্যক্তিত্ব এহসানুল আজিজ বাবু গ্রেপ্তার