হোম > সারা দেশ > ঢাকা

মায়ের কবরে দাফন হবেন কাজী আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেগুনবাগিচা কাঁচাবাজার সংলগ্ন জামে মসজিদে বিখ্যাত থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে। 

কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরে তাঁকে শায়িত করা হবে।’ 

কাজী আনোয়ার হোসেনের আত্মীয় এ বি এম সাদিক বলেন, ‘তিনি গত দুই বছর ধরেই কিছুটা অসুস্থতায় ভুগছিলেন। শেষ ছয় মাস বেশি অসুস্থ ছিলেন। নতুন করে লেখালেখি সেরকম করতে পারেননি ৷ ডিমেনশিয়ায় ভুগছিলেন। করোনার সময়টাতে খুব রুটিনমাফিক চলতেন, কারও সঙ্গে তেমন দেখা করতেন না।’ তিনি বলেন, ‘মাসুদ রানার স্বত্ব দাবি করাতে তিনি একটু ভেঙে পড়েছিলেন। কারণ, যাকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন, সেই যদি এমন করে তাহলে স্বাভাবিক তিনি সেটা ভালোভাবে নিতে পারবেন না। তবে তিনি এগুলো নিয়ে কখনোই ভাবতেন না।’ 

কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলেন, ‘ওনার শূন্যতা পূরণ করা সম্ভব নয়। যারা চলে যান, তাঁদের কারও শূন্যতাই পূরণ করা যায় না। কাল তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা যেভাবে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানিয়েছেন, তা অকল্পনীয়।’ তিনি বলেন, ‘তাঁকে বাংলা একাডেমি পুরস্কার বা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। এতে তিনি বা তাঁর পরিবার অসন্তুষ্ট নয়। তিনি এমন কিছু কখনো প্রত্যাশাও করেননি। তিনি একজন নিভৃতচারী মানুষ ছিলেন। যখন অ্যান্ড্রয়েড, মোবাইল ছিল না, তখন যেভাবে তিনি তরুণদের উদ্দীপ্ত করেছেন, সেটা এক অসাধারণ ব্যাপার।’ 

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন