হোম > সারা দেশ > গাজীপুর

রাসায়নিক গুদামে দগ্ধ হয়ে নিহত ৩ জনই রংমিস্ত্রি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

পুড়ে যাওয়া কারখানার গুদাম। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে নিহত তিন ব্যক্তির পরিচয় মিলেছে। নিহতরা সবাই রংমিস্ত্রি। চুক্তিভিত্তিক কাজ করতে এসেছিলেন। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

নিহতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১)।

নিহত সোহাগ সরকারের চাচাতো ভাই খাইরুল ইসলাম জুয়েল বলেন, সোহাগ দীর্ঘ সাত বছর যাবৎ রঙের কাজ করেন। স্ত্রী-সন্তান নিয়ে টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা এলাকায় থাকতেন। হঠাৎ করে ভাইয়ের সঙ্গে থাকা একজন ফোন করে তাঁকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

নিহত শাওনের বড় ভাই সৈয়ক বলেন, শাওন ঢাকায় থেকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে রংমিস্ত্রির কাজ করেন। গতকাল রোববার রাতে কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। কারখানা থেকে হাসপাতালে। এরপর থানায় গিয়ে ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

নিহত রঙ মিস্ত্রি সোহাগ সরকার। ছবি: সংগৃহীত

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুজনের স্বজন থানায় এসেছে। বাকি একজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত তিনজন কারখানার শ্রমিক না। তারা বাইর থেকে এসে চুক্তিভিত্তিক রঙের কাজ করতেন।’

নিহত রঙ মিস্ত্রি শাওন। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গতকাল বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। সেখানে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য