ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার সময় ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্টে পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম জানান, সাড়ে ৬টায় ঘাট এলাকায় এসেছেন। এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ রয়েছে কুয়াশার কারণে। সকাল সাড়ে ৯টার সময় ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি বোধ করছেন তিনি।
পণ্যবাহী ট্রাকচালক আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে ফেরি পারের অপেক্ষায় আছি। গাড়িতে সবজি রয়েছে। ঘাটের কাছাকাছি গিয়ে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তাই বসে আছি।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন, মো. জামাল হোসেন ও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার কন্ট্রো রুমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।