হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৮
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।

লাশ দুটি হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার।

হাঁসাড়া হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় ট্রাকের ধাক্কার পূর্বাশা পরিবহন বাসটির দুই যাত্রী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৪টার দিকে হাঁসাড়া এলাকার ঢাকাগামী সার্ভিস লেনের সড়কে এই ঘটনা ঘটে। প্রথমে তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। লাশ মিটফোর্ড হাসপাতালে রয়েছে।

ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা

দোহারে ট্রাক, পিকাপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাকে জখম: গ্রেপ্তার ব্যক্তি হামলাকারী নন, বাদী ও ভুক্তভোগীদের দাবি