হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে জমেনি পশুর হাট, দাম শুনেই হাঁটা দেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো এখনো জমে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকলেও ক্রেতারা এখনো কোরবানির পশু কেনা শুরু করেননি বললেই চলে। বিক্রেতারা বলছেন, আগামীকাল শনিবার ও পরদিন রোববার হবে মূল বেচাকেনা। 

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর পশুর হাটগুলোতে দেশের নানা প্রান্ত থেকে পশু এনেছেন খামারি ও ব্যাপারীরা। হাটগুলোতে পর্যাপ্ত গরু-ছাগল থাকলেও ক্রেতা খুব বেশি একটা নেই। সারা দিন টুকটাক কয়েকজন ক্রেতা এলেও, তাঁদের অধিকাংশই দাম শুনে হাঁটা দেন। 

আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন ও পোস্তগোলা হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

হাজারীবাগের ঢাকা ট্যানারি ভবনসংলগ্ন সড়ক ঘেঁষে গড়ে তোলা খাটালে ১৭টি গরু রেখেছেন কুষ্টিয়ার ব্যাপারী সিদ্দিক মিয়া। তিনি বলেন, ‘দুই দিন পার হতে চলল একটা গরুও বিক্রি হয়নি। ক্রেতারা আসেন দাম শুনে চলে যায়। গরুর দাম এক লাখ টাকা চাইলে কাস্টমার ৫০ হাজার টাকা বলে। কোনো ব্যাপারী কি এত টাকা হাতে রাইখা দাম চায়?’ তবে সন্ধ্যার পরে দুই-একটি গরু বিক্রি হবে, এমনটা প্রত্যাশা করছেন তিনি। 

একই সুরে কথা বললেন আমেনা অ্যাগ্রো ফার্মের এক কর্মচারী। আব্দুল হাই নামে এই ব্যক্তি বলেন, বেচাকেনা শুরু হয়নি এখনো। আজ (শুক্রবার) সন্ধ্যায় বিক্রি না হলেও কাল থেকে বিক্রি হবে। রাখার জায়গার সংকটের কারণে ঢাকার মানুষ কোরবানির দিনের কাছাকাছি সময়ে গরু কেনে বলে জানান তিনি। 

তবে ক্রেতারা বলছেন, ব্যাপারীরা গরুর দাম বেশি চাইছেন। যে দাম হাঁকানো হয় সেই তুলনায় গরুর আকার ও ওজন পছন্দ হয় না। কামরাঙ্গীরচর থেকে গরু কিনতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, তিনি মোটামুটি পাঁচ থেকে সাত জায়গায় গরু দেখেছেন। তবে ব্যাপারীরা অতিরিক্ত দাম হাঁকানোর কারণে পছন্দসই গরু কিনতে পারেননি।

তিনি বলেন, ‘১ লাখ ৪০ হাজারের নিচে গরুর দাম চাইছে শুনি নাই। অথচ সেই গরুর দাম বড়জোর ৮০ হাজার টাকা হওয়ার কথা।’ 

এই হাটে সর্বনিম্ন এক লাখ থেকে মোটামুটি সাড়ে তিন লাখ টাকার গরুর সংখ্যাই বেশি। তবে হাটের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপারীদের অভিযোগ আছে। পানি, বর্জ্য ব্যবস্থাপনা এসবের প্রতি হাটের ইজাদারেরা উদাসীন বলে অভিযোগ করেছেন কুষ্টিয়ার ব্যাপারী সিদ্দিক।

তিনি বলেন, ‘পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আবার গরুর গোবর রাখার মতো পর্যাপ্ত জায়গার ব্যবস্থা নেই। এবার হাটের কিছু বুঝতে পারছি না। এই হাট নির্ধারিত স্থান ছাড়িয়ে হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের আশপাশের সড়ক ধরে বেড়িবাঁধ পর্যন্ত ঠেকেছে। সড়কের দুই পাশে গরু রাখা। এসব গরুর বর্জ্য ফেলে রাখা হয়েছে সড়কের মাঝখানে। 

এই হাটসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ১১টি হাট বসেছে। হাটগুলো হচ্ছে খিলগাঁও রেলগেট মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগে রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা। আর ডেমরার সারুলিয়ার পশুর হাট। 

পোস্তগোলা হাটের অবস্থা হাজারীবাগের মতোই। এই হাটেও পর্যাপ্ত গরু-ছাগল উঠেছে। তবে ক্রেতা নেই। হাটের ইজারাদার মইন উদ্দিন চিশতী বলেন, ‘এখনো বলার মতো বেচাবিক্রি শুরু হয় নাই। আশা করি রাত থেকে শুরু হবে।’

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন