ফরিদপুর সদর উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকালে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তুম শেখের ছেলে টিটন শেখ (৩৯), হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মণ্ডলের ছেলে গোলাম মওলা মণ্ডল (৪২) ও সিঅ্যান্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।