হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, স্কুলের তুচ্ছে ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজার এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থীর নাম—নাহিদ (২০)। তিনি হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নাহিদ উপজেলার সাধারচর ইউনিয়নের তাতারকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

নাহিদের পরিবার বলছে, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলআপের জন্য সকালে কলেজে যান নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায় নাহিদকে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে নাহিদের পূর্বশত্রুতা ছিল বলে জানিয়েছে তার স্বজনেরা। 

এ বিষয়ে নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্র নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।’

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন