হোম > সারা দেশ > নরসিংদী

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৭ সদস্যের

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের প্রতি অনাস্থা এনেছেন সাত সদস্য। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁরা লিখিত অভিযোগ জমা দেন। এ সময় তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যরা হলেন মো. কাজল মিয়া, মো. সোলেমান, মো. শফিকুল ইসলাম, সৈয়দ মহসীন কবির, নাসিমা বেগম, মিনারা খাতুন শিকদার ও মো. মোস্তফা হোসেন। তাঁদের দাবি, বিভিন্ন সনদ দিতে সরকার-নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায়, বিভিন্ন প্রকল্পের কাজ না করিয়ে অর্থ তুলে আত্মসাৎ এবং ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার জন্য ইচ্ছেমতো নাম অন্তর্ভুক্ত করে আসছেন চেয়ারম্যান।

লিখিত অভিযোগে বলা হয়, সদস্যদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ও পরামর্শ ছাড়াই মনগড়াভাবে ইউপি চালাচ্ছেন চেয়ারম্যান বিপ্লব। একক সিদ্ধান্তে ইউনিয়নের জনগণের করের প্রায় ১৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় দুটি প্রকল্পের ৬ লাখ ১৯ হাজার টাকার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া চলতি অর্থবছরের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১ শতাংশ) থেকে পাওয়া তিন লাখ টাকা রাজস্ব আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। 

এ নিয়ে জানতে চাইলে খিদিরপুর ইউপির চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, ‘তাঁদের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে, তা-ও জানি না।’ 

ইউএনও মো. রেজাউল করিম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭