হোম > সারা দেশ > ঢাকা

তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারের একটি পূজামণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার রাতে তিনি মিটফোর্ড হাসপাতালে যান তিনি। 

সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সব খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই, যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।’ এ সময় তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। 

এরপর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতকারী তাঁতীবাজার পূজামণ্ডপে কাচের বোতল ছোড়ার চেষ্টা করে। কাচের বোতল নিক্ষেপকারীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে যান।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন