হোম > সারা দেশ > ঢাকা

ডামুড্যায় পদ্মা সেতুর সুবিধা পেতে এলাকাবাসীর মানববন্ধন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

পদ্মা সেতুর সুবিধার জন্য মানববন্ধন করেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তাঁরা।

শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি এসি বাস সার্ভিস চালু, শরীয়তপুর ডামুড্যা সড়ক চার লেনে উন্নীত ও ডামুড্যা উপজেলায় একটি আধুনিক বাসস্ট্যান্ড তৈরির দাবিতে এ মানববন্ধন করেন তাঁরা।

ডামুড্যা রিপোর্টার্স ইউনিটি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা কমিউনিটি বিডি ও ডামুড্যা উপজেলার সর্বস্তরের সচেতন মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ড সড়কের দুই পাশে শত শত মানুষ অবস্থান নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এতে আনন্দে মেতে উঠে সমগ্র দক্ষিণ অঞ্চলের মানুষ। কিন্তু শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মানুষে সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ জাজিরা পয়েন্ট হতে শরীয়তপুর আসতে মানুষের ভোগান্তি  চরম আকার ধারণ করে। এ সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিআরটিসির এসি বাস। শরীয়তপুরের সকল উপজেলা বিআরটিসির এসি বাস পেলেও শুধুমাত্র বঞ্চিত হয় ডামুড্যা উপজেলাবাসী। এরই প্রেক্ষিতে ডামুড্যা সাধারণ পদ্মা সেতুর প্রকৃত সুবিধা পেতে, ডামুড্যা-শরীয়তপুর সড়ক চার লেনে উন্নীত করতে এবং ডামুড্যাতে একটি আধুনিক বাসস্ট্যান্ড এর দাবিতে মানববন্ধন করেন। 

বক্তারা আরও বলেন, ‘শরীয়তপুরের মধ্যে ডামুড্যা একটি প্রাচীন ও আধুনিক শহর হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নেই। নেই ঢাকা যাতায়াতের ভালো কোনো পরিবহন ব্যবস্থা। সেই সঙ্গে দরকার শরীয়তপুর-ডামুড্যা চার লেনের রাস্তা। তাই আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সাংসদ ও দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানাই ডামুড্যার লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে আপনি এগিয়ে আসবেন।’ 

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন