গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রচালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের খালেক বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের নাম-ঠিকানা জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. আনিচুর রহমান।
ওসি বলেন, কয়েকজন যাত্রী নিয়ে মাহেন্দ্রচালক টুঙ্গিপাড়া থেকে রওনা হয়ে গোপালগঞ্জের দিকে আসছিলেন। মাহেন্দ্রটি খালেক বাজার পৌঁছালে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রচালকসহ পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
ওসি আরও বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্রচালক মারা যান। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তবে বিকেল পর্যন্ত নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।