ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে আজ রোববার এই আইনি নোটিশ পাঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারত থেকে সকল অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে এবং যে সব বাংলাদেশি দালাল আমদানিকারকেরা অপ্রয়োজনীয় পণ্য আমদানি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া হুন্ডি বা মানি লন্ডারিংয়ের মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকদের যারা লাভের টাকা পাঠান, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে নোটিশে।
অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।