হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে শিশুসহ ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বুড়িগঙ্গা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিহত তিনজন হলেন, রেখা বেগম (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮) এবং অপর এক শিশু শফিকুল (৭)। এছাড়া নিখোঁজ রয়েছে শফিকুলের মা শীতল বেগম (২৭)। 

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া জানান, সকাল পৌনে ১০টার দিকে কামরাঙ্গীচর এলাকা থেকে একটি যাত্রীবাহী খেয়া নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইল ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে আসার পরে মালবাহী একটি বাল্ক হেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে মাঝি ও বাকি ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিশুসহ ৪ যাত্রী তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। 

মো. সোবাহান মিয়া আরও জানান, বেলা পৌনে ১টার দিকে তাঁরা রেখার মরদেহ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তাঁর আট বছর মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ৩টায় শিশু শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে শফিকুলের মা শীতল এখনো নিখোঁজ রয়েছে। মালবাহী নৌযানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শীতল বেগমকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়