হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি শরিফুলের স্ত্রী মোহসীনার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মোহসিনা আকতারের বিরুদ্ধে ইতিমধ্যে ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। উক্ত মামলার অভিযোগ তদন্তাধীন। তাঁর অবৈধ সম্পদের মধ্যে বগুড়া পৌরসভা ও বগুড়া সদরের পাঁচটি দাগে জমি রয়েছে। এ ছাড়া ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া প্রধান ডাকঘর ও জেলা সঞ্চয় অফিসে তাঁর হিসাব রয়েছে। এসব হিসাবে আড়াই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, মোহসীনা এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ কারণে তাঁর স্থাবর সম্পদ (জমি) ক্রোক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়