মানিকগঞ্জে মাদ্রাসার তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মাহিয়া নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার অদূরে আয়েশা সিদ্দিকীয়া (রা.) বালিকা মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
শিক্ষার্থী মারা যাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ শুক্রবার সকালে আয়েশা সিদ্দিকীয়া (রা.) বালিকা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী মাহিয়া মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে খেলা করছিল। এ সময় অসচেতনভাবে সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষকেরা তাকে জেলার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মাহিয়াকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
মাদ্রাসার শিক্ষক মঈনুদ্দিন বলেন, ‘মাহিয়া সিঙ্গাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের আল মামুনের মেয়ে। সে ওই মাদ্রাসায় হিফজ পড়তেছে। এই বিভাগের পড়া শেষ হলে হাফেজা হতো সে।’