কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। ঢাকার ব্রিটিশ হাইকমিশন ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পতাকা উড়িয়েছে। আজ রোববার হাইকমিশন প্রাঙ্গণে এ পতাকা ওড়ানো হয়।
ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন রোববার এক টুইটার বার্তায় এ ছবি প্রকাশ করেন। টুইটে ডিকসন লেখেন, ‘বিনা উসকানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।’ এ সময় তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, ‘StandWithUkriane’।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে ইচ্ছুক নয়। এমনি মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্য ইউক্রেনে সেনাবাহিনীও পাঠাবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন-রাশিয়ার সংকটে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।