টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে বিজয়ী সাংসদ খান আহমেদ শুভ শপথ নিয়েছেন ৷ আজ শনিবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ রীতি অনুযায়ী শপথবইয়ে স্বাক্ষর করেন।
সাংসদ একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন খান আহমেদ শুভ।