গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার দেইয়্যু বাংলাদেশ লিমিডেট নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের ওই কারখানার শ্রমিকেরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদের বোনাস বাড়ানোর দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন করে আসছেন। কারখানাটিতে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকাল ৯টার দিকে কিছুসংখ্যক স্টাফ ও বহিরাগত লোকের হামলায় আন্দোলনরত শ্রমিকদের তিন-চারজন আহত হন। আহত রাজু (২৫) ও দীন ইসলামকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মেইন গেট ও ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেন।
এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশের লিরিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করতে দেরি করায় এর প্রধান ফটক ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় একজন নারী শ্রমিকের মাথায় ইটের আঘাত লাগে। এই প্রতিবেদন লেখার সময় (দুপুর ১২টার দিকে) শ্রমিকেরা দেইয়্যু কারখানার সামনে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ উপস্থিত রয়েছে।
এসব বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দেইয়্যু কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।