হোম > সারা দেশ > ঢাকা

বিআরটিএ অফিস এডিসের কারখানা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসটি এডিস মশার লার্ভা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এর ভেতরে বিভিন্ন জায়গায় কোটি কোটি লার্ভা পাওয়া গেছে। যার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ শনিবার, রাজধানীর মিরপুর এলাকায় মশক নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিআরটিএ যানবাহনের লাইসেন্স দেওয়ার  পাশাপাশি এডিস মশার লাইসেন্সও দিচ্ছে। যা খুবই দুঃখজনক। ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র বলেন, কারও  একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

আতিক জানান, এডিস মশার ঘনত্ব বিবেচনায় ডিএনসিসির ৬টি ওয়ার্ডে (১০, ১১, ১৪, ১৭, ২০ ও ৩৫) স্থানীয় কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সপ্তাহব্যাপী বিশেষ এই অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে মেয়রের নির্দেশে বিআরটিএ অফিসের পেছনে সেনপাড়া এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটগুলো স্থানীয় জনগণের সহায়তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া  হয়।

এরপর মেয়র মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়