হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে দায়ের কোপে আহত নারীর মৃত্যু, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত মর্জিনার পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত রাকিব জোয়ারদার তাঁর ঘুমন্ত মা মর্জিনা বেগমকে কুপিয়ে জখম করেন। তিনি মধুখালী পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়ার্দারের স্ত্রী। এ ঘটনায় জামালের করা মামলায় অভিযুক্ত ছেলে রাকিব জোয়ারদারকে (১৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, মাদকাসক্ত রাকিব জোয়ারদার গত মঙ্গলবার রাতে রাকিব তাঁর ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যান। এ সময় পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে মর্জিনাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুপিয়ে জখম করার পরদিন বুধবার রাকিবের বাবা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে রাকিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের