হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের নিরাপত্তায় ৬ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি ৬ দফা দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার রানা প্লাজা দুর্ঘটনার ৯ বছর স্মরণে আয়োজিত শ্রদ্ধাজ্ঞাপন ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 

তাদের দাবিগুলো হলো—কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১২১ এবং মারাত্মক দুর্ঘটনা আইন, ১৮৫৫-এর ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান; আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত; নির্মাণ, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিংসহ ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রসমূহ পরিদর্শনে দেশব্যাপী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইলকোর্ট পরিচালনা বা ঝটিকা পরিদর্শন ব্যবস্থা চালু এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে বিশেষ ইউনিট ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। 

এ ছাড়া সব শ্রমিককে বিমার আওতায় আনা, কর্মক্ষেত্রের সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ এবং শ্রমিকসহ সব মানুষের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাসংক্রান্ত জাতীয় সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। 

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ অন্তর্ভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা। 

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসাইন বলেন, শ্রমিকেরা বিভিন্ন কারখানায় আসেন জীবিকা অর্জনের জন্য, কিন্তু এখানে এসে তাঁরা হত্যার শিকার হন। এ সময় তিনি দেশের ৭ কোটি শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে রানা প্লাজাসহ সব দুর্ঘটনায় আহত শ্রমিকদের পুনর্বাসনের জন্য সরকারকে বাধ্য করতে আহ্বান জানান। 

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন