হোম > সারা দেশ > মাদারীপুর

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় যুবক জামাল শেখ (৩৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ওই দেশের সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে এ ঘটনা ঘটে। 

তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে। 

আজ শনিবার সন্ধ্যায় নিহত প্রবাসীর বাড়িতে গিয়ে জানা যায়, ৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জামাল শেখ। পরে ওই দেশের ইস্টার্ন কেপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দেশটির স্থানীয় সন্ত্রাসীরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে সন্ত্রাসীরা তাঁর দোকানে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

প্রবাসীর ছেলে সিয়াম শেখ জানায়, শুক্রবার সন্ধ্যায় পাঁচজন সন্ত্রাসী তাঁর বাবার দোকানে মাল কিনতে আসে। তখন সন্ত্রাসীরা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।’

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল