ঘন কুয়াশায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সোয়া ১০টার দিকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল যখন বন্ধ ছিল, তখন মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়েছিল বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে আক্কাস নামে এক যাত্রী জানান, তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দেন। ৮টায় ঘাটে এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। পরে স্বাভাবিক হলে তিনি পদ্মা পার হন।
আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা দৌলতদিয়া ঘাটে আটকে ছিলাম।’