নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে রাহিব রেজা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বা অতিরিক্ত সচিবের নেতৃত্বে করা কমিটিকে বিষয়টি তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাহিবের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
রাহিব রেজার বাবা, স্ত্রীসহ তিনজনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
গত ১৯ ফেব্রুয়ারি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার রিপোর্ট না দেখেই রাহিব রেজাকে অ্যানেসথেসিয়া দিয়ে এন্ডোস্কোপি করা হয়। যে কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং একপর্যায়ে শারীরিক অবস্থা আরও জটিল হলে তিনি মৃত্যুবরণ করেন। এটি অবহেলাজনিত মৃত্যু বলে অভিযোগ তাদের।