হোম > সারা দেশ > ঢাকা

পরিবারের সবাই হাসপাতালে, ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি

তিন দিন ধরে বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এ সুযোগে ফাঁকা বাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। শুধু মূল্যবান মালামাল নয়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

৩ দিন বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এর ফাঁকে বাড়িতে এসে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর। শুধু তাই নয় মূল্যবান জিনিসের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে সাভারের ইমান্দিপুর এলাকায় প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে গত ২৩ অক্টোবর সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। ২৬ অক্টোবর বাড়িতে ফিরে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। মালামাল চুরি হয়ে গেছে। আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’

সামছুন্নাহার আরও বলেন, বাড়ির ৮টি স্টিলের পানির কলও খুলে নিয়ে গেছে চোরেরা। ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সামছুন্নাহার।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭