হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বাড়িতে হামলার ১১ দিন পর সেলিম প্রধানের রাশিয়ান স্ত্রীর মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো ব্যবসায় অভিযুক্ত সেলিম প্রধানের বাড়িতে হামলা চালানোর ঘটনায় সেলিম প্রধানের স্ত্রী রূপগঞ্জ থানায় মামলা করেছেন। সেলিমের স্ত্রী আনা প্রসভেতোভা রাশিয়ার নাগরিক। 

মঙ্গলবার (৪ জুন) দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার করার পর সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুইশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—ডা. মজিবুর রহমান, রাসেল, সিয়াম, আলামিন, কামাল, ফেরদৌস, মোশারফ, আওলাত এবং বাবু। 

অভিযোগে আনা প্রসভেতোভা বলেন, গত ২৪ মে শুক্রবার সকাল ৭টা থেকে আসামিরা রূপগঞ্জের সাওঘাট এলাকায় আমার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এ ছাড়া আসামিরা বাড়ি লক্ষ্য করে কয়েকশ ককটেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির কাচ, সিসিটিভি, গাড়ি, এয়ারকন্ডিশন ও আসবাবপত্র ভাঙচুর করে। প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। 

পরবর্তীতে বাড়ির বাইরে থেকে আমাদের মেরে ফেলা এবং লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় হামলাকারীরা। এই ঘটনায় আমিসহ আমার তিন রাশিয়ার নাগরিক সন্তান মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি। হামলার বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে জানানো হয়েছে। 

মামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’ 

এর আগে, গত ২৪ মে বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম প্রধান এবং বাজারের নিয়ন্ত্রক মজিবুর রহমান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেন। সেই ঘটনার ১১ দিন পর মামলা করলেন সেলিম প্রধানের স্ত্রী।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল