হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ পরিদর্শকের বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলি করা হয়েছে। একই থানার বর্তমান ওসি কাজী আবুল কালামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলমকে যাত্রাবাড়ি থানা, ডিএমপি সদর দপ্তরের পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানায়, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীনুর রহমানকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। একই থানার বর্তমান ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া একই আদেশে মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে ডিএমপির অপারেশনাল বিভাগে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মজিবুর রহমানকে বংশাল থানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে