হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার যানজট

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে। কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। 

আজ মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে ৯টার পর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হলেও এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত ১০ কিলোমিটার এলাকজুড়ে যানজট রয়েছে। মহাসড়কে যানজটের ফলে চরম বিপাকে পড়েছে যাত্রী ও চালকেরা। 

জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ ছাড়া সকালের দিকে মহাসড়কের ভাবনা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। দুর্ঘটনা ও পরিবহন বিকল হওয়ার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় কেউ গুরুতর আহত হয়নি। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। 

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, ‘মহাসড়কে পরপর দুটি দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩