মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুকে আটক করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা থেকে ডিবি পুলিশ তাঁকে আটক করে। তিনি উপজেলার সুতালড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশের একটি দল গোলজার হোসেন বাচ্চুকে আটক করেছে। গতকাল ডিবি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন।’ তবে কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।
গোলজার হোসেন বাচ্চুর ছেলে সাদ্দাম হোসেন সেতু আজকের পত্রিকাকে বলেন, ‘গত পরশু রাত থেকে বাবার খোঁজ পাচ্ছিলাম না। বাবা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন বলে একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়েছে।’
সাদ্দাম হোসেন আরও বলেন, তাঁর বাবাকে ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আর কোনো সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।