নিজস্ব প্রতিবদেক, ঢাকা
রাজধানীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোডাউন বস্তির কয়েকটি জুট ও পুরোনো জিনিসপত্রের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে তিনটি পরে আরও পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’