ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মো. ফখরুদ্দিন ও শওকত আলী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়। পরে বিমানবন্দর থানায় করা এক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ বলেছে, ফখরুদ্দিন লিবিয়ায় মানব পাচার চক্রের প্রধান। পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার শওকত আলীকেও আটক করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের একজন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফখরুদ্দিন গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছান। পুলিশ সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।